নজিরবিহীন লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে ভোলায় শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে পুলিশের গুলিতে নিহত আবদুর রহিমের গায়েবানা জানাজা নোয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে জেলা প্রেস ক্লাবের সামনে বিএনপির উদ্যোগে এ জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মো. শাহজাহান, নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন, সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখু, সাধারণ সম্পাদক নোমান প্রমুখ।
বিডি প্রতিদিন/ফারজানা