পুলিশের গুলিতে নিহত ভোলা স্বেচ্ছসেবক দল নেতা আব্দুর রহিমের গায়েবানা জানাজা শেরপুরে অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শেরপুর জেলা বিএনপির সভাপতির বাস ভবন চত্তরে এ নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শেরপুরে অনুষ্ঠিত জানাজায় জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মাহমুদুল হক রুবেল, বিএনপির নেতা আওয়াল চৌধুরি, ফজলুল হক লাভলু, মামুনুর রশীদ পলাশ, আবু রায়হান রুপন, মাসুদ, রাহাতসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা নিহত আব্দুর রহিমের হত্যায় জড়িতদের বিচার দাবী করা হয়েছে। জানাজা নামাজ শেষে আব্দুর রহিমের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
বিডি প্রতিদিন/এএ