কালো ব্যাজ ধারনের মধ্য দিয়ে দিনাজপুরের হাবিপ্রবিতে শোকাবহ আগস্ট মাসব্যাপী কর্মসূচী পালন শুরু করা হয়েছে। জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনে মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)।
এর অংশ হিসেবে আগস্ট মাসের প্রথম দিনে সোমবার সকাল পৌনে ১০টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম কামরুজ্জামান এর নেতৃত্বে ভিআইপি কনফারেন্স রুমে জাতীয় দিবস উদ্যাপন কমিটির সদস্যবৃন্দ, ডীন, পরিচালক, হল সুপারসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তাবৃন্দ কালো ব্যাজ ধারণ করেন। কালো ব্যাজ ধারণ শেষে এক মিনিট নীরবতা পালন করা হয়। পাশাপাশি যার যার অবস্থান থেকে হাবিপ্রবি পরিবারের সকলেই কালো ব্যাজ ধারণ করেন। এরপর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ডিজিটাল কালো ব্যাজ প্রদর্শন ও ভাইস-চ্যান্সেলর কর্তৃক শোক বার্তা প্রকাশ করা হয় ও বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থানসমূহে সরকারি নির্দেশনা মোতাবেক ব্যানার স্থাপন করা হয়।
বিডি প্রতিদিন/এএ