নকল প্রসাধনী পণ্য জব্দ করে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম রুনি।
আজ সোমবার দিনাজপুর শহরের সর্দারপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব নকল প্রসাধনী পণ্য জব্দ করে ধ্বংস করা হয় এবং সেলিম নামের ওই ব্যবসায়ীকে উক্ত জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম রুনি জানান, নামি দামী বিভিন্ন ব্রান্ডের নাম ব্যবহার করে নকল প্রসাধনী পণ্য বিক্রি করে আসছিল দিনাজপুর শহরের সর্দারপাড়ার সেলিম নামের ওই ব্যবসায়ী। একজন খুচরা বিক্রেতা ওই ব্যবসায়ীর কাছ থেকে প্রসাধনী পণ্য কিনে মানুষের কাছে বিক্রি করছিল। এক পর্যায়ে ক্রেতাদের অভিযোগে এসব সামগ্রী নকল বুঝতে পেরে ভোক্তা অধিকারকে জানান। সেই তথ্যের ভিত্তিতে সোমবার সকালে পাইকারি বিক্রেতা সেলিমের বাসায় অভিযান চালিয়ে নকল প্রসাধনী পণ্য জব্দ করে ধ্বংস করা হয়। অভিযুক্ত ব্যবসায়ীর জরিমানা করা হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা