নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালকসহ দুই জন নিহত হয়েছে। আজ সোমবার দুপুরে নীলফামারীর ডোমার-জলঢাকা সড়কের একবট নামক স্থানে চালবোঝাই ট্রাক্টরের চাকা খুলে ভ্যানের উপর উল্টে পড়লে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন, রিক্সাভ্যান চালক আফছারুল ইসলাম (৪৫) ও জহুরুল ইসলাম (২৫)। এসময় তাসলিমা নামের এক নারী আহত হন। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঠাকুরগাঁও থেকে চাল বোঝাই ট্রাক্টরটি ডোমার হয়ে জলঢাকা যাচ্ছিল। পথে ডোমরের একবট এলাকায় ওই ট্রাক্টরের পিছনের চাকা খুলে যায় এতে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত থেকে আসা যাত্রীবাহি রিক্সাভ্যানের ওপর উল্টে পড়ে। এতে ঘটনা স্থলেই নিহত হন রিক্সাভ্যান চালক ডোমারের পাঙ্গামটুকপুর নদীয়া পাড়ার আফছারুল ইসলাম ও যাত্রী ডিমলার দক্ষিণ তিতপাড়া গ্রামের জহুরুল ইসলাম।
এসময় ওই রিক্সাভ্যানে থাকা অপর দুই যাত্রী শরিফুল ইসলাম ও তাঁর স্ত্রী তাসলিমা আহত হন। এদের মধ্যে গুরুত্বর আহত তাসলিমাকে রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
ডোমার থানার পরির্দশক মাহমুদ উন নবী জানান, নিহত দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর পরই ট্রাক্টর চালককে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
বিডি প্রতিদিন/নাজমুল