মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত পরিচয়ের এক যুবকের (২৮) লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার বিকেলে উপজেলার পশ্চিম ভাড়াউড়া এলাকায় সীমানা প্রাচীর ঘেরা খালি জয়গা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। জানা যায়, দুপুরের দিকে এক মহিলা গরুকে ঘাস খাওয়ানোর জন্য ওই এলাকায় যান। সেখানে তিনি গাছে লাশ দেখে এলাকাবাসীকে জানান।
শ্রীমঙ্গল থানার এসআই আলাউদ্দিন বলেন, আমারা খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। লাশ থেকে পচা গন্ধ বের হচ্ছে। মনে হচ্ছে এক দুই দিন আগে মারা গেছে। এটি হত্যা না আত্মহত্যা সেটা এখন বলা যাচ্ছে না। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
বিডি প্রতিদিন/এএ