নাটোরের গুরুদাসপুরে বজ্রপাতের শব্দে মিনহাজ উদ্দিন শাহ (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার বেলা পৌনে ১১ টার দিকে উপজেলার পাঁচসিসার একটি কলোনি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মিনহাজ উদ্দিন শাহ উপজেলার পাঁচ সিসা গ্রামের মৃত জেহের আলীর ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার বেলা পৌনে ১১ টার দিকে মিনহাজ উদ্দিন গুরুদাসপুর থেকে নিজ বাড়ি পাঁচসিসায় ফিরছিলেন। সুইপার কলোনি এলাকায় পৌঁছালে বিদ্যুৎ চমকালে তিনি রাস্তার নিচে পড়ে যান। এলাকাবাসী তাকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডিপ্রতিদিন/কবিরুল