পঞ্চগড়ে শোকাবহ আগষ্ট স্মরণে মাসব্যাপী কর্মসূচি শুরু হয়েছে। পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাঈমুজ্জামান মুক্তা এই কর্মসূচি শুরু করেছেন।
সোমবার বিকেলে পঞ্চগড় জেলা পরিষদ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে এই কর্মসূচির সূচনা করেন তিনি।
পরে কর্মসূচির অংশ হিসেবে ধাক্কামারা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে শেখ রাসেলসহ সকল শহীদদের স্মরণে স্মরণ সভা ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাঈমুজ্জামান মুক্তা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ধাক্কামারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম রবির সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি নুরুল ইসলাম মাস্টার, ই্উনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম দুলাল, ইউপি সদস্য মহসেনা বেগম প্রমুখ বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/এএ