রংপুরে ডাকাতির উদ্দেশ্যে এক পল্লী চিকিৎসককে হত্যার দায়ে শামীম ওরফে বন্দে শামীম নামে এক ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালতের বিচারক। সোমবার বিকেলে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক তারিক হোসেন এই রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিতি ছিলেন। ওই মামলায় অপর ৮ আসামিকে কালাস দেয়া হয়।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১৮ ডিসেম্বর রাতে মিঠাপুকুর উপজেলার হামিদপুরের পল্লী চিকিৎসক বাবলু মিয়া কর্মস্থল থেকে বাসায় ফিরছিল। ডাকাতির উদ্দেশে শামীম তার পথ রোধ করে । তাকে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় নিহতের ভাই আমিনুল ইসলাম বাদি হয়ে মিঠাপুকুর থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় ১২ জনের সাক্ষ্য গ্রহণ ও যুক্তি-তর্ক শেষে আসামি শামীমকে আমৃত্যু কারাদন্ড প্রদান করা হয়। একই সাথে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি নয়নুর রহমান টপি। আসামিপক্ষের আইনজীবী ছিলেন এ্যাড শাহ বায়জিদ আহমেদ।
বিডি প্রতিদিন/এএ