কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টন ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আবদুর রউফকে ২ লাখ ৯৯ হাজার ৬০০ পিচ ইয়াবা পাচারের মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ে একইসঙ্গে ৩ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত।
আজ সোমবার দুপুরে কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন।
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৯(খ) ধারায় আসামিকে দোষী সাব্যস্থ করে এ রায় দেওয়া হয়েছে।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের সাবেক নির্বাচিত মেম্বার বিবেচনায় অপরাধের সাজা হ্রাস করা হয়েছে বলে জানান পিপি ফরিদুল আলম।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ