গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া ইউনিয়নে শোলমারা বিল ও চাকিদাম বিলে সোমবার দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালত চালিয়ে ৬৫টি অবৈধ চায়না জাল ও ৪০০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে সেই অবৈধ জাল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নিবার্হী ম্যাজিস্ট্রেট অনিন্দ্য গুহ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সলিমুল্লাহ, উপজেলা ক্ষেত্র সহকারী জিয়াউর রহমান, অফিস সহকারী জুয়েল রানা, কালিয়াকৈর থানার পুলিশসহ প্রশাসন ও মৎস্য অফিসের বিভিন্ন কর্মকর্তারা।
বিডি প্রতিদিন/এএম