খাগড়াছড়িতে সোমবার সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত শতাধিক অটোরিকশা জব্দ করেছে স্থানীয় পৌর কর্তৃপক্ষ। পৌরসভার কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে লাইসেন্সবিহীন ও নবায়নবিহীন অটোরিকশা শহরে অবাধে চলছে। এগুলো শহরে যানজটসহ নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এ কারণে অভিযান চালানোর সিদ্ধান্ত হয়।
পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী বলেন, যানজট নিরসন ও গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে আমরা এ অভিযানে নামি। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
খাগড়াছড়ি পৌরসভার হিসেব মতে, লাইসেন্সযুক্ত অটোরিকশা রয়েছে ১৫শ এর মতো। যদিও এর চেয়ে কয়েক গুণ বেশি অটোরিকশা অবাধে শহরে চলাচল করছে।
বিডিপ্রতিদিন/কবিরুল