চাঁদপুরের ফরিদগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশু মো. সালমানের (দেড় বছর) মৃত্যু হয়েছে। সোমবার সকালে শিশুটির মৃত্যু হয়। মৃত. সালমান গোবিন্দপুর উত্তর ইউনিয়নের উত্তর চাঁদপুর গ্রামের প্রবাসী মো: সোহেল মিজির ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শিশু সালমান খেলার ছলে বাড়িতে সবার চোখ ফাঁকি দিয়ে ঘরের পাশের পুকুরের পড়ে যায়। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি শেষে পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত. ঘোষণা করেন।
ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন জানান, শিশু মো. সালমান পুকুরের পানিতে ডুবে মারা গেছে। খবর পেয়ে ফোর্স পাঠিয়েছি। বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক।
বিডি প্রতিদিন/এএম