গাজীপুরে জামায়াতের ১৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মহাসড়ক অবরোধ করে ভাঙচুর ও রাষ্ট্রবিরোধী বিভিন্ন শ্লোগান দেয়ার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।
সোমবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে অনুষ্ঠিত এক সাংবাদ সম্মেলনে উপপুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) মো. জাকির হাসান এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতারকৃতরা হলো- জামায়াতে ইসলামীর গাজীপুর মহানগর শাখার সেক্রেটারি আফজাল হোসাইন (৫৭), গাছা থানা শাখার আমীর মোঃ আব্দুল মোতালিব (৬০), টঙ্গী পূর্ব থানা শাখার আইন বিষয়ক সম্পাদক তাজুল ইসলাম (৫০), ৪৩ নং ওয়ার্ডের সভাপতি মো. শামিম আল মামুন (৫২), ৫৪ নং ওয়ার্ডের সভাপতি জালাল উদ্দিন (৩৮), ৪৯ নং ওয়ার্ড শাখার সভাপতি মো. আবু সুফিয়ান (৩২), ওয়ার্ড শাখার সভাপতি সানাউল্লাহ (৫০), মহানগর শাখার রোকন মো. রহমত উল্লাহ (৫১), সক্রিয় কর্মী আশরাফুল আলম রাজু (৪৩), আব্দুস সালাম (৩২), জাকারিয়া খান (৪৮), আতিকুর রহমান মুকুল (৫০), নাজমুল হক (৪৫), ইমরান (২৯), মোঃ আব্দুল্লাহ (৪৫), তামিরুল মিল্লাত মাদ্রাসার বিজ্ঞানের শিক্ষক আশরাফুল আলম (৪৬) ও একই বিষয়ের শিক্ষক সিরাজুল ইসলাম (৪৬)।
জিএমপি’র ওই কর্মকর্তা জানান, গ্রেফতারকৃতরা বর্তমান স্থিতিশীল রাষ্ট্রকে অস্থিতিশীল করতে রাষ্ট্রবিরোধী চক্রান্ত করছিল বলে তথ্য রয়েছে। এ অভিযানের মধ্য দিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ তাদের সেই পরিকল্পনাকে রুখে দিয়েছে। জিএমপি’র এধরনের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।
সংবাদ সম্মেলনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর সার্কেলের সহকারী পুলিশ কমিশনার রিপন চন্দ্র সরকার ও সহকারী কমিশনার (গোয়েন্দা) আবু সায়েম নয়নসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম