৩০ জুলাই বাংলাদেশ প্রতিদিনের দেশগ্রাম পাতায় ‘জরাজীর্ণ সেতুতে ঝুঁকি নিয়ে যান চলাচল’ শিরোনামে সংবাদ প্রকাশের পর গত সোমবার দুপুর ১২টা থেকে সেতুর সংস্কার কাজ শুরু করেছেন কর্তৃপক্ষ।
বগুড়ার আদমদীঘিতে কদমা মৎস্য খামারের নিকট ঐতিহাসিক রক্তদহ বিলের উপড় নির্মিত বেইলি ব্রিজের পাটাতন খুলে যাওয়ায় বড় যানবাহন চলাচল বন্ধ এবং ছোট যানবাহনগুলো ঝুঁকি নিয়ে চলাচল করছিল। এরই প্রেক্ষিতে বাংলাদেশ প্রতিদিন দেশগ্রাম পাতায় ও অনলাইন ভার্সনে সংবাদ প্রকাশ হলে বিষয়টি সংশ্লিষ্ট বিভাগের নজরে আসে। এরপর সোমবার দুপুর থেকেই বেইলি সেতুর সংস্কার কাজ শুরু হয়।
সংস্কার কাজে দায়িত্বরত কর্মীরা জানান, বেলা ১১টায় জনবল নিয়ে ব্রিজটি সংস্কার শুরু করে সন্ধ্যায় কাজ শেষ হয়। এখন থেকে আবার আগের মতো বড়-ছোট সকল ধরনের যানবাহন চলাচল করতে পারবে বলে আশা করা যাচ্ছে। অটো রিক্সাচালক করিম মিয়া জানান পৌর শহর ও জংশন থাকায় উপজেলার সান্তাহার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। কিন্তু এই সেতু দিয়ে বড় যান চলাচল বন্ধ ছিলো । আর আমার মতো ছোট যানবাহনের চালকরা জীবিকার তাগিদে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। সংস্কার শুরু হওয়ার খবর শুনে আনন্দিত হয়ে সান্তাহার অটোরিকশা স্ট্যান্ডে উপস্থিত ব্যক্তিদের মিষ্টি মুখ করাই।
সান্তাহার ইউপি চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃপ্তি জানান, সেতুটি নির্মাণের পর থেকে বিলপাড়ের কদমা, করজবাড়ি, রামপুরা ও ময়ূর কাশিমালাসহ ৮-১০ গ্রামের মানুষের জীবনযত্রার চিত্র বদলে যায়। এখানে বেইলি ব্রিজের পরিবর্তে দ্রুত ঢালাই ব্রিজ নির্মাণ করা প্রয়োজন বলে মনে করি।
বগুড়া সড়ক ও জনপথ বিভাগের (সওজ) র্নিবাহী প্রকৌশলী আশাদুজ্জামান জানান, বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় সংবাদ প্রকাশের পর সেতুর পরিস্থিতির বিষয়ে আমরা অবগত হয়ে সংস্কার কাজ শুরু করি। শুধু তাই নয়, এনিয়ে আমারা মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠিয়েছিলাম। সে অনুযায়ী অনুমোদনও হয়েছে। এই সেতুটির পরিবর্তে এখানে ঢালাই সেতু নির্মাণ করা হবে। এখন দরপত্র আহবান করে ঠিকাদারের মাধ্যমে বেইলি ব্রিজের স্থলে শিগগিরই ঢালাই সেতু নির্মাণ করা হবে।
বিডি প্রতিদিন/নাজমুল