টাঙ্গাইলের কালিহাতীতে কুড়াল দিয়ে কুপিয়ে বাবাকে হত্যা করার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার পাঁছ চারান রাজবাড়ী এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত ওই ব্যক্তির নাম আলী আজগর (৬৫)। এ ঘটনায় নিহতের ছেলে রাশেদ মিয়াকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।
এ ব্যাপারে কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছেলে তার বাবাকে হত্যার করার কথা স্বীকার করেছে। এ ঘটনায় হত্যায় ব্যবহৃত কুড়াল জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত রাশেদ মিয়া মানসিক ভারসাম্যহীন।
তিনি আরো বলেন, রাশেদ স্থানীয় একটি মসজিদে গিয়ে ইমামকে জানায় যে সে তার বাবাকে হত্যা করেছে আপনি একটু মাইকে প্রচার করেন। এ সময় ইমাম স্থানীয়দের সহযোগীতায় রাশেদকে আটক করে পুলিশে খবর দেন।
বিডি প্রতিদিন/নাজমুল