টাঙ্গাইলে আবু সাইদ সেন্টু (৪৩) নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগে স্ত্রীকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার রাতে হবিগঞ্জের রাজাপুর থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হৃদয় বানু (৩৪) ওই এলাকার কুদ্দুসমিয়ার মেয়ে। পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে র্যাব জানায়।
মঙ্গলবার সকালে র্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডা মোহাম্মদ আনিসুজ্জামান প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, গত ২৮ জুলাই দুপুরে টাঙ্গাইল শহরের বিশ্বাসবেতকা ধোপাপাড়া এলাকা থেকে আবু সাইদের লাশ উদ্ধার করা হয়। লাশের পাশেই তাদের ৮ মাসের শিশু সন্তান কান্না করছিল।
এ ঘটনার পর থেকে শিশু সন্তানকে রেখেই হৃদয় বানু পালিয়ে যান। পরবর্তীতে র্যাব বিভিন্ন তথ্য প্রযুক্তি ব্যবহার করে হৃদয় বানুকে নিজ বাড়ি হবিগঞ্জ থেকে গ্রেফতার করে।
তিনি আরও বলেন, আবু সাইদ দু’টি বিয়ে করছিলেন। হৃদয় বানুর এর আগে বিয়ে হয়েছিলো।
তিনি বলেন, প্রায় ২ মাস আগে থেকেই আবু সাঈদ বিশ্বাস বেতকা ধোপাপাড়া এলাকায় ২য় স্ত্রী হৃদয় বানুকে নিয়ে বাসা ভাড়া করে থাকতেন। তাদের সাথে ৮ মাস বয়সী কন্যা শিশুও ছিলো। পরর্তীতে আবু সাঈদ হৃদয় বানুকে ঠিক মতো সময় দিতো না। এমনকি ভরন পোষণও ঠিক মতো দিচ্ছিলো না। এ নিয়ে হৃদয় বানুর ক্ষোভের সৃষ্টি হয়। গত ২৭ জুলাই রাতে আবু সাঈদ হৃদয় বানুর কাছে বিদেশে যাওয়ার জন্য ২৫ হাজার টাকা দাবি করে। পরে আবু সাঈদ ২৫ হাজার নিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে আবু সাঈদ বাসা থেকে যায়। ওইদিন মধ্যে রাতে হৃদয় বানু আবু সাঈদকে ঘুমন্ত অবস্থায় চাকু দিয়ে আঘাত করে হত্যা করে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ