ফরিদপুরে পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি। ভোলায় স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমকে হত্যার ঘটনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বেলা সাড়ে ১১টার দিকে প্রেসক্লাবের সামসে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এসময় পুলিশের বাধার মুখে পড়ে মিছিলকারীরা। পুলিশের বাধা উপেক্ষা করে বিএনপির নেতা-কর্মীরা মিছিল নিয়ে নিলটুলী এলাকায় গেলে ফের পুলিশের বাধার মুখে পড়েন তারা। পরে সেখানে পুলিশের সাথে বিএনপির নেতা-কর্মীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে।
জেলা বিএনপির সদস্য সচিব একে এম কিবরিয়া স্বপন বক্তব্য শুরু করলে পুলিশ নেতা-কর্মীদের সেখান থেকে সরিয়ে দেয়। বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আজম খান, এ এফ এম কাইয়ুম জঙ্গী, মিজানুর রহমান মিনান, তানভির সিদ্দিকী রুবেল, যুবদলের সভাপতি রাজিব হোসেন, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুন, সাবেক ছাত্রদল নেতা এম এম ইউসুফ, কৃষক দলের নেতা মামুনুর রশিদ, শহিদুর রহমান শহিদসহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
বিডি প্রতিদিন/নাজমুল