ফরিদপুরের আলফাডাঙ্গায় সাংবাদিক মুজাহিদুল ইসলাম নাঈমকে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনায় মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে আলফাডাঙ্গায় থানায় মামলাটি হয়। এতে আসামি করা হয়েছে আলফাডাঙ্গার পৌর মেয়রের ভাই জাপান মোল্লা এবং পারুল বেগমকে।
থানা পুলিশ জানিয়েছে, সাংবাদিক নির্যাতনের ঘটনায় একটি মামলা হয়েছে। মামলা নম্বর তিন। মামলায় দুইজনকে আসামি করা হয়েছে। এই ঘটনায় প্রধান আসামিকে গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।
মারধরের শিকার সাংবাদিক মুজাহিদ ঢাকাটাইমস পত্রিকার নিজস্ব প্রতিবেদক ও আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাংগাঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
মধুখালী সার্কেলের (আলফাডাঙ্গা, মধুলাখালী ও বোয়ালমারী) সহকারী পুলিশ সুপার সুমন কর বলেন, আজ মামলা হয়েছে। একজন গ্রেফতার আছেন। বাকি অভিযুক্তকে আমরা খুঁজছি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে স্থানীয় বাসস্টাণ্ডে মারধরের শিকার হন সাংবাদিক মুজাহিদ। তাকে মারধরের ঘটনায় আলফাডাঙ্গা পৌরসভার মেয়র সাইফুর রহমান সাইফারের ভাই জাপান মোল্লা ও তার পাঁচজন-ছয়জন সহযোগীরা জড়িত। ঘটনার সময় মুজাহিদকে লোহার রড, স্ট্যাম্প, দেশিয় অস্ত্র-সস্ত্র দিয়ে পেটানো হয়। এসময় স্থানীয়রা মুজাহিদকে রক্ষায় এগিয়ে এলে তাদের ওপর চড়াও হয় দুর্বৃত্তরা। এতে বেশ ক’জন আহত হন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন