ফেনীতে বিলুপ্ত প্রজাতির টিয়া, মুনিয়া ও হিরামণ দেশি শালিকসহ ১৯৫টি বিভিন্ন প্রজাতির পাখি উদ্ধার করেছে ফেনী মডেল থানা পুলিশ। এ ঘটনায় আতাহার আলী সিকদার নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
মঙ্গলবার দুপুরে শহরের হাজারী রোডের মধ্যম চাড়িপুর এলাকার দুলাল মিঞার কলোনিতে অভিযান চালিয়ে এসব পাখি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী মডেল থানার সার্কেল অং প্রু থোয়াই মারমার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।এ সময় মধ্যম চাড়িপুর এলাকার দুলাল মিঞার বাড়িতে অভিযান চালিয়ে ৬০টি টিয়া পাখি, ১৩০টি মুনিয়া, চারটি হিরামণ ও একটি দেশি শালিক পাখি উদ্ধার করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন ফেনী মডেল থানার পরিদর্শক মাহাফুজুর রহমান, উপ পরিদর্শক আজিজুর রহমানসহ বন বিভাগের কর্মকর্তারা।
পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান এর উপস্থিতিতে সদর উপজেলার কাজিরবাগ ইকো পার্কের খোলা আকাশে পাখিগুলো অবমুক্ত করা হয়।
আটক আতাহার আলী সিকদার খুলনার সোনাডাঙ্গা থানার হাফিজনগর এলাকার দিল মোহাম্মদ এর ছেলে। সে মধ্যম চাড়িপুর এলাকার দুলাল মিঞার কলোনিতে ভাড়া থাকে।
বিডি প্রতিদিন/কালাম