বগুড়ায় টিয়া-মুনিয়াসহ ৪ প্রজাতির ৩১৪টি পাখি উদ্ধারের পর খাঁচা থেকে মুক্ত আকাশে ছেড়ে দেওয়া হলো। মঙ্গলবার দুপুরে জেলার দুপচাঁচিয়া উপজেলার ডাকবাংলোতে অবমুক্ত করা পাখিগুলো হল- ফুলমাথা টিয়া ১৪০টি, ৪০টি লাল মাথার টিয়া, তিলা মুনিয়া পাখি ৫০টি এবং ৮৪টি দেশি চাঁদি ঠোট মুনিয়া পাখি।
জানা যায়, সোমবার রাতে বগুড়া ডিবি পুলিশের একটি দল দুপচাঁচিয়া উপজেলার ডাঙাপাড়া এলাকার আতোয়ার আলীর (৫২) বাড়িতে অভিযান চালিয়ে দেশীয় ৩১৪টি বন্য পাখি উদ্ধার এবং তাকে গ্রেফতার করে।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় দুপচাঁচিয়া থানা চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী জানান, বগুড়া ডিবি পুলিশের অভিযানে সোমবার রাত পৌণে ৯টার দিকে উপজেলার ডাঙাপাড়া এলাকা থেকে ৩১৪ টি দেশীয় বন্য পাখি সহ আতোয়ার আলীকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে নেওয়া হলে বন্যপাখি কেনাবেচা ও সংরক্ষণ বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ছিলেন দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদী। পরে পাখিগুলো খাঁচা থেকে মুক্ত করে দেওয়া হয়।
এসময় রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা আহমেদ নিয়ামুর রহমান, আদমদীঘি সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজরান রউফ, বগুড়া ডিবির ওসি সাইহান ওলিউল্লাহ এবং দুপচাঁচিয়া থানার ওসি আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম