দিনাজপুরের খানসামায় বাড়ীর পাশের পুকুরে পড়ে গিয়ে রেজোয়ান ইসলাম নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে খানসামা উপজেলার আলোকঝাড়ি ইউপির ফরিদাবাদ এলাকায় এ ঘটনা ঘটেছে। মৃত শিশু রেজোয়ান ইসলাম (৫) খানসামা উপজেলার আলোকঝাড়ি ইউপির ফরিদাবাদ এলাকার হবি কবিরাজের ছেলে।
স্থানীয়রা জানায়, মৃত শিশু রেজোয়ান ইসলাম বাড়ীর মানুষের অগোচরে বাড়ীর পাশে পুকুরে পড়ে গিয়ে পানিতে ডুবে যায়। পরে পরিবারের লোকজন দেখতে পেলে তাকে উদ্ধার করে। ঘটনাস্থলে গিয়ে স্থানীয় ডিপ্লোমা চিকিৎসক ডাঃ আব্দুস সালাম শিশুটিকে মৃত ঘোষণা করেন।
খানসামা থানার ওসি (তদন্ত) মোঃ তাওহীদুল ইসলাম পুকুরে ডুবে শিশুটির মারা যাওয়ার বিষয় নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এএম