চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাইরুল ইসলাম (১৭) নামে এক কিশোর রং মিস্ত্রির মৃত্যু হয়েছে। নিহত বাইরুল ইসলাম হচ্ছে জেলার শিবগঞ্জ উপজেলার পার কালুপুর গ্রামের ভিখু মিয়ার ছেলে।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। জানা গেছে, আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে বাইরুল ইসলাম গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বেলডাঙ্গা জামে মসজিদে রংমিস্ত্রির কাজ করছিলো। এসময় পাশে থাকা বৈদ্যুতিক তারের সাথে তার হাতের স্পর্শ লাগলে সে নিচে পরে গিয়ে ঘটনাস্থলেই মারা যায়। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমাস আলী সরকার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এএম