মাগুরা সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের ঘোড়ানাছ, গোবিন্দপুর, কুকিলা ও বাওড়ভাঙ্গা গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকালে ওই সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় যুবক ইব্রাহিম জানান, গত ইউপি নির্বাচনে চাচা কুদ্দুস মোল্যাকে হারিয়ে ভাতিজা টোকন মোল্যা মেম্বার নির্বাচিত হওয়ার পর থেকেই সামাজিক বিরোধ চলে আসছিল। প্রায়ই দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। গতকাল সোমবার রাতে কুদ্দুস মোল্যার সমর্থকরা টোকন মেম্বার সমর্থক নাসিরকে বেঁধে মারপিট করে। এ সময় তার পরিবারের সদস্যরা গিয়ে তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে এ ঘটনাকে কেন্দ্র করে আজ মঙ্গলবার সকালে দু’পক্ষ সংঘের্ষ লিপ্ত হয়। এতে দু’পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। ৪টি বাড়ি ভাংচুর করা হয়েছে।
আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সমির নামে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন জানান, দীর্ঘদিন ধরেই দু’পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে গত সোমবার রাত থেকে দু’গ্রুপ রক্তক্ষয়ী এ সংঘর্ষে জড়িত হয়। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে পুলিশ মোতায়েন আছে।
বিডি প্রতিদিন/ফারজানা