ভেজাল কোমল পানীয় স্প্রীড বিক্রয় ও বিপনন করার সময় দিনাজপুরের বোচাগঞ্জে রেজাউল ইসলাম নামে একজনকে আটক করেছে পুলিশ। এসময় ভোজাল ৩৩৬ বোতল ভেজাল কোমল পানীয় স্প্রীড উদ্ধার করা হয়। আটক রেজাউল ইসলাম (৩৫) দিনাজপুর সদরের লালবাগ এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে।
মঙ্গলবার সকালে বোচাগঞ্জ উপজেলার আটগাঁও ইউনিয়নের দৌলা রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশের পাকা রাস্তা সংলগ্ন আজিজুল ইসলামের মুদি দোকানের সামনে থেকে এসময় ভেজাল কোমল পানীয় স্প্রীডসহ তাকে আটক করা হয়।
মামলা সুত্রে পুলিশ জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে বোচাগঞ্জ উপজেলার আটগাঁও ইউনিয়নের দৌলা রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশের পাকা রাস্তা সংলগ্ন আজিজুল ইসলামের মুদি দোকানের সামনে থেকে ৩৩৬ বোতল ভেজাল কোমল পানীয় স্প্রীডসহ রেজাউল ইসলামকে আটক করে পুলিশ। এব্যাপারে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন, ভেজাল কোমল পানীয় বিক্রয়-বিপনন ও হেফাজত রাখার অপরাধে ১টি মামলা দায়ের করা হয়। সুনামধন্য পানীয় স্প্রীড নকল করে সৈয়দপুর এলাকার একটি চক্র দীর্ঘদিন বাজারে বিপনন করে আসছে। না জেনে এই ভেজাল পানীয় পান করলে অনেকের শরীরের মারাত্মক ক্ষতি হবে বলে সংশ্লিষ্টরা জানায়।
বিডি প্রতিদিন/এএ