পুলিশের গুলিতে ভোলায় বিএনপির অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমের মৃত্যুর প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আব্দুর রহিমের মৃত্যুর প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি তারাকান্দা উত্তর বাজার ঈদগাহ মাঠ থেকে শুরু হয় এবং উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর ঈদগাহ মাঠ সড়ক সংলগ্ন স্থানে এক পথসভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম এনায়েত উল্লাহ কালাম ও যুগ্ম আহ্বায়ক তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
এ সময় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, আলমগীর আলম বিপ্লব, আব্দুল হামিদ, আসলাম মিয়া বাবুল, উত্তর জেলা বিএনপির সদস্য ও তারাকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুকদার, সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, জেলা উত্তর যুবদলের সহ-সভাপতি শহিদুল ইসলাম, যুগ্ম সহ-সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আসাদুল হক মন্ডল, যুগ্ম আহ্বায়ক এসএম আমিনুল ইসলাম, ফরিদ আহম্মেদ আকন্দ, জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি নাদিম সারোয়ার টিটু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন রকি, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছায়েদুল হক মন্ডল, সদস্য সচিব আমির হাসান স্বপন, শ্রমিকদলের আহ্বায়ক পাভেল মন্ডল, মজিবর ড্রাইভার প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন