সিরাজগঞ্জের কামারখন্দে পল্লী বিদ্যুতের নির্মাণাধীন সাব স্টেশনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জমসের আলী (৩২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার চরটেংরাইল এলাকায় অবস্থিত নির্মাণাধীন সাব স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক জমসের আলী কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার পান্তাপাড়া গ্রামের মৃত ফজল উদ্দিনের ছেলে।
নির্মাণাধীন সাব স্টেশনে কর্মরত শ্রমিক’রা জানান, নির্মাণাধীন সাব স্টেশনে কাজ করার বিদ্যুৎস্পৃষ্ট হয় জমসের। তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শ্রমিকদের কোন ধরনের সেফটি গার্ড ছাড়াই কাজ করায় এমন ঘটনা ঘটেছে বলে জানান তারা।
এ বিষয়ে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কামারখন্দ সাব জোনাল অফিসের সহকারি জেনারেল ম্যানেজার (এজিএম) কামরুজ্জামান জানান, নির্মাণাধীন সাব স্টেশনটিতে ৩৫০ ভোল্ট বিদ্যুতের সাথে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়েছে।
বিডি প্রতিদিন/এএম