ময়মনসিংহের তারাকান্দায় জুয়া খেলার সরঞ্জমাদিসহ ৬ জুয়াড়িকে আটক করে আদালতে পাঠিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে তাদের ময়মনসিংহ বিজ্ঞ আদালতে পাঠানো হয়। জানা যায়, সোমবার দিবাগত রাতে উপজেলার গোয়াতলা শসার বাজার এলাকায় অভিযান চালিয়ে জুয়ার সরঞ্জমাদিসহ ৬ জুয়াড়িকে আটক করা হয়।
আটকরা হলেন শসার বাজার এলাকার ইব্রাহিম মন্ডল (৪৮), শিমুল মন্ডল (২৫), শামিম মন্ডল (২১), আলম হোসেন (২০), উজ্জ্বল মিয়া (২০) ও জুবায়ের হোসেন (২৩)। এ ব্যাপারে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের সোহেল বলেন, আটক জুয়াড়িদের আজ মঙ্গলবার ময়মনসিংহ আদালতে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, জুয়ার ব্যাপারে কোন আপস নয়, যেখানেই মাদক জুয়া পাওয়া যাবে, সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে।
বিডি প্রতিদিন/এএ