ভোলা সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুর রহিম পুলিশের গুলিতে নিহত হওয়ার ঘটনার প্রতিবাদ জানিয়ে লালমনিরহাট জেলা বিএনপি বিক্ষোভ সমাবেশ ও মিছিল করছে।
মঙ্গলবার দুপুরে লালমনিরহাট জেলা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মমিনুল হক সভাপতিত্ব করেন।
এসময় বক্তব্য রাখেন পৌর বিএনপি সভাপতি আফজাল হোসেন ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু ইয়াহিয়া প্রমুখ।
তবে সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করতে কার্যালয় থেকে কিছু দূর যেতেই পুলিশের বাধার মুখে পড়ে তা পণ্ড হয়। জেলা বিএনপির এই বিক্ষোভ ও সমাবেশে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই