কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া মুচনী রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী ধরতে গিয়ে কাউসার আহমেদ (২৮) নামে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।
মঙ্গলবার দুপুরে ওই ক্যাম্পের জাগির ডেইল পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। কাউসার আহমেদ এপিবিএন-১৬ এর মুচনী ক্যাম্প পুলিশ ফাঁড়ির কনস্টেবল।
স্থানীয় সূত্রে জানা যায়, নয়াপাড়া মুচনী ক্যাম্পের এইচ ব্লকের জাগিরের ডেইল নামক স্থানে এপিবিএনের একটি দল অভিযান চালায়। এ সময় পাহাড়ি রোহিঙ্গা ও চাকমাদের একটি সন্ত্রাসী গ্রুপের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে কনেস্টেবল কাউসার গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে ক্যাম্প হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানকার কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালে রেফার্ড করেন। এ ঘটনায় পুলিশ সেখানে অভিযান অব্যাহত রেখেছে।
এ ব্যাপারে এপিবিএন-১৬ এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ হাসান বারী নূর জানান, সন্ত্রাসীদের গুলিতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযান চলছে।