নরসিংদী সদর হাসপাতালে সরকারি ওষুধ চুরির ঘটনা ঘটেছে। হাসপাতালের প্রধান গেইটের সামনে দুই যুব্ক ওষুধ চুরি করে দুইটি বস্তার মধ্যে ঢুকাচ্ছে। তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাসপাতালের কিছু লোক এসে সবগুলো ওষুধ তাদের অফিসের ভিতরে নিয়া যায়। মঙ্গলবার দুপুরে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পরে।
সাধারণ রোগীদের ওষুধ কিভাবে বাহিরে এলো এ নিয়ে চলছে আলোচনা সমালোচনা। এ বিষয়ে হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও)র সাথে যোগাযোগ করলেও তিনি কথা বলতে রাজি হয়নি। তবে ঘটনার সত্যতা স্বীকার করেছেন জেলা সিভিল সার্জন।
একটি সূত্র জানায়, প্রায়ই নরসিংদী সদর হাসপাতালের রোগীদের জন্য বরাদ্দকৃত ঔষুধ স্টাফদের সহযোগিতায় বাহিরে বিক্রি করে দেয়া হয়। সরকারি এসব ওষুধপত্র থেকে বঞ্চিত হচ্ছে জেলার অনেক দরিদ্র ও অসহায় মানুষ ।
সিভিল সার্জন ডা. মো. নূরুল ইসলাম জানিয়েছেন, আমরা ধারনা করছি এ ঘটনার সাথে হাসপাতালের ফার্মেসির স্টাফ জড়িত আছে। আমরা পুরো বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরে জানিয়েছি। একটি তদন্ত কমিটি ঘঠন করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/হিমেল