জয়পুরহাটের আক্কেলপুরে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে গেছে। তবে মোটরসাইকেল চালক জয় হোসেন (২৫) লাফ দিয়ে প্রাণে বেঁচে গেছেন। মঙ্গলবার দুপুরে পৌর শহরের হাস্তাবসন্তপুর অরক্ষিত রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
চালক জয় আক্কেলপুর উপজেলার হাস্তাবসন্তপুর গ্রামের ডবলো হোসেনের ছেলে।
আক্কেলপুর রেল স্টেশনের দায়িত্বরত স্টেশন মাস্টার তোফাজ্জল হোসেন বলেন, জয় মোটরসাইকেলযোগে হাস্তাবসন্তপুর অরক্ষিত রেল ক্রসিং পার হচ্ছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে কিছু দূর নিয়ে যায়। তবে চালক জয় হোসেন লাফ দিয়ে প্রাণে বেঁচে যান।
বিডি প্রতিদিন/এএম