কক্সবাজারের উখিয়ায় প্রাণিসম্পদ বিভাগের আওতায় ডেইরি খামারিদের মাঝে ভিটামিন ও কৃমির ওষুধ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা প্রাণিসম্পদ অফিসে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অর্থায়নে ডেইরি খামারিদের ভিটামিন ও কৃমির ওষুধ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী।
তিনি বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। তাই কৃষি ও প্রাণিসম্পদ উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকে বিনামূল্যে বিভিন্ন ধরনের ভিটামিন ও কৃমিনাশক ওষুধ বিতরণ করা হচ্ছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অসিম বরণ সেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা, দিদারুল আলম চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. প্রবীর দেব, উখিয়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি শফিক আজাদ, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আবুল কাশেম ও ইউপি সদস্য নুরুল কবির। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ডেইরি খামারিরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আবু জাফর