ময়মনসিংহের ভালুকায় একটি গোডাউনে বিস্ফোরণে শরীর ঝলসে গিয়ে দগ্ধ মোজাম্মেল হক জনি (২৫) ছয়দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ঢাকায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে মঙ্গলবার দুপুরে তিনি মারা যান। জনি ভালুকা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড টিএন্ডটি রোডের মোস্তফা কামালের ছেলে।
জানা যায়, গত ২৭ জুলাই সন্ধ্যায় ভালুকা বাসস্ট্যান্ড সেভেন স্টার হোটেলের পেছনে একটি রুমে বিস্ফোরণের ঘটনা ঘটলে মোজাম্মেল হক জনির শরীরের ৫০ ভাগ ঝলসে আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। ছয়দিন পর মঙ্গলবার দুপুরে তিনি মারা যান।
এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, বিস্ফোরণের ঘটনার এখনো কোনো ক্লু পাওয়া যায়নি। তবে তদন্ত চলছে।
বিডি প্রতিদিন/এমআই