হবিগঞ্জের বানিয়াচংয়ে পুকুরে ভাসমান অবস্থায় স্বরাজ বিবি (৮০) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা সদরের কামালখানী রাশিদিয়া হাসানিয়া মাদ্রাসার সামনের পুকুর থেকে লাশটি উদ্ধার করে বানিয়াচং পুলিশ। স্বরাজ বিবি ওই এলাকার মহসিন মিয়ার স্ত্রী।
পুলিশ জানায়, মঙ্গলবার বিকালে মাদ্রাসার ছাত্ররা খেলার সময় পুকুরে লাশ ভাসতে দেখে চিৎকার শুরু করে। তারপর স্থানীয়রা খবর দিলে বানিয়াচং থানার পুলিশ লাশ উদ্ধার করে। বানিয়াচং থানার ওসি অজয় চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেছেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, স্বরাজ বিবির স্বামী মহসিন মিয়া প্রায় ১৪ বছর আগে মারা যান। তার একমাত্র ছেলে জাকির হোসেন (২৫) সড়ক দুর্ঘটনায় ছয় বছর আগে নিহত হন। এরপর থেকে তিনি নিঃসঙ্গ জীবনযাপন করছিলেন। ধারণা করা হচ্ছে-স্বরাজ বিবি কোনো একসময় পুকুর থেকে পানি আনতে গিয়ে পড়ে যান। বয়স্ক হওয়ার কারণে আর উঠতে পারেননি।
বিডি প্রতিদিন/এমআই