অক্সিজেন স্বল্পতার কারণে চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদীতে ঝাঁকে ঝাঁকে ভেসে উঠছে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ। সোমবার রাত থেকে নদীতে মাছ ভেসে উঠতে শুরু করে। এ খবর ছড়িয়ে পড়লে নদী তীরের বাসিন্দারা দলে দলে মাছ ধরতে নামে মাথাভাঙ্গা নদীতে। মঙ্গলবারও চলে গণহারে মাছ ধরা।
স্থানীয়রা জানায়, জেলার সদর উপজেলা, আলমডাঙ্গা ও দামুড়হুদা উপজেলা দিয়ে বয়ে চলা মাথাভাঙ্গা নদীতে হঠাৎ করেই মাছের মড়ক লাগে। এতে শিশু-কিশোর এমনকি বয়স্করাও নদীতে নামে মাছ ধরতে। মশারি, শাড়ি, ঝুড়ি এমনকি হাত দিয়েও মাছ ধরতে দেখা যায়।
চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূইয়া জানান, মাথাভাঙ্গা নদীতে মাছ ভেসে ওঠার খবর পেয়ে নদীর পানি সংগ্রহ করা হয়। প্রাথমিক পরীক্ষার পর পানিতে অক্সিজেনের উপস্থিতি কম পাওয়া গেছে। পানিতে স্বাভাবিক অবস্থায় অক্সিজেন থাকার কথা তিন দশমিক পাঁচ মাত্রা। এর বিপরীতে মাথাভাঙ্গা নদীর পানিতে পাওয়া গেছে শূন্য দশমিক পাঁচ। ধারণা করা হচ্ছে অক্সিজেন স্বল্পতার কারণে এমনটি হয়েছে।
বিডি প্রতিদিন/এএম