হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় গাঁজা সেবনের দায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের সাজা পেয়েছেন আকছির মিয়া (৫৭) নামে এক ব্যক্তি। পাশাপাশি ১শ টাকা অর্থদণ্ডও করা হয়। মঙ্গলবার উপজেলার গাজীপুর ইউনিয়নের গনকিরপাড় এলাকায় ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করে এ সাজা দেয়া হয়। সাজাপ্রাপ্ত ব্যক্তি ওই ইউনিয়নের সুন্দরপুর গ্রামের মৃত শফিকুল হকের ছেলে।
হবিগঞ্জ জেলা প্রশাসন সূত্র, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্ধার্থ ভৌমিক ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় আকছির মিয়াকে গাঁজা সেবন ও ব্যবহারের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মোতাবেক ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১শ’ টাকা অর্থদণ্ড করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে চুনারুঘাট থানার পুলিশের একটি দল সাথে ছিল।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্ধার্থ ভৌমিক বিষয়টি নিশ্চিত করেছেন ।
বিডি প্রতিদিন/এএম