কেন্দ্রীয় যেকোনো নির্দেশনা ও কর্মসূচি বাস্তবায়নের জন্য বিএনপির নেতাকর্মীরা মাঠে থাকবে বলে জানিয়েছেন দলটির নেতা কাজী খায়রুজ্জামান শিপন।
তিনি বলেন, ‘আকস্মিকভাবে দেশে বিদ্যুৎ বিপর্যয়। চাল, ডাল তেলের দাম ক্রয় ক্ষমতার বাইরে। দেশ শ্রীলঙ্কার পথে হাঁটছে। আর ঘরে বসে থাকর সময় নেই।’
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রামচন্দ্রপুর ইউনিয়নে এক কর্মী বৈঠক করেন কাজী খায়রুজ্জামান শিপন।
এসময় কেন্দ্রীয় যেকোনো নির্দেশনা ও কর্মসূচি বাস্তবায়নের জন্য বাগেরহাটের মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলা বিএনপির নেতাকর্মীরা মাঠে থাকবে বলে তিনি বৈঠকে ঘোষণা দেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল, পৌর বিএনপির সভাপতি আব্দুল মজিদ জব্বার, সাধারণ সম্পাদক শিকদার ফরিদুল ইসলামসহ মোরেলগঞ্জ, শরণখোলা উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/এমআই