বগুড়ার শেরপুরে পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল নয়টায় শহরের উলীপুর পাড়াস্থ জেলা পরিষদ মিলনায়তনে এই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে ব্যালট পেপারের মাধ্যমে কাউন্সিলরদের গোপন ভোটে নেতা নির্বাচন করা হয়। এই সম্মেলনে স্বাধীন-জুয়েল পরিষদ ও মজনু-নিলু পরিষদ পৃথক দুইটি প্যানেল নির্বাচনে অংশ নেন। এতে পৌর বিএনপির চারটি পদের তিনটিতেই স্বাধীন-জুয়েল পরিষদের প্রার্থীরা জয়ী হন।
তারা হলেন- সভাপতি পদে স্বাধীন কুমার কুণ্ডু (দেয়ালঘড়ি) প্রতীক নিয়ে ৩৮৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মজনুর রহমান মজনু প্রতীক (আনারস) পেয়েছেন ২০৮ ভোট। আর সাধারণ সম্পাদক পদে ফিরোজ আহম্মেদ জুয়েল প্রতীক (মোরগ) নিয়ে ৩৩০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোস্তাফিজার রহমান নিলু প্রতীক (ফুটবল) নিয়ে পান ২৫০ ভোট।
এছাড়া সাংগঠনিক সম্পাদক দুইটি পদে মামুনুর রশিদ আপেল প্রতীক (রিকসা) ৩০১ ভোট এবং অ্যাড. আমিনুল ইসলাম শাহীন (আম) প্রতীক নিয়ে ২৮৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
এর আগে দ্বি-বার্ষিক এই সম্মেলনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, পায়রা এবং বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন জেলা ও উপজেলা বিএনপির নেতারা। পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব ইছাহাক আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির আহবায়ক রেজাউল করিম বাদশা।
বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এড. সাইফুল ইসলাম, সদস্য আলী আজগর তালুকদার হেনা, শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বালু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, শফিকুল ইসলাম শফিক প্রমুখ।
সম্মেলনের প্রধান অতিথি ও নির্বাচন কমিশনার রেজাউল করিম বাদশা বলেন, জেলা বিএনপির তত্ত্বাবধানে চারটি পদে ব্যালটের মাধ্যমে পৌরসভার নয়টি ওয়ার্ডের তৃণমূল পর্যায়ের ৬২৩জন ভোটারের মধ্যে ৬০২জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
বিডি প্রতিদিন/আবু জাফর