নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের উদ্যোগে গরীব-অসহায়দের আর্থিক সহায়তামূলক চেক প্রদান করা হয়েছে।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় উপজেলার দেওটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা একেএম গোলাম কিবরিয়ার উপস্থিতিতে ৬০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে এ চেক তুলে দেওয়া হয়।
এছাড়া অসচ্ছল গরীব অসহায়দের আর্থিক সহায়তা দেন ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা একেএম গোলাম কিবরিয়া।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন শাকিল, শাহ সিমেন্ট ইন্ডাস্ট্রিজের ম্যানেজার মাইনুল হোসাইন তামিম, সৈয়দ নুরুল আলম ও মারিয়ম নূর ইউনূস।
বিডি প্রতিদিন/আবু জাফর