বাগেরহাটের ফকিরহাটে কাভার্ডভ্যানের ধাক্কায় দাড়িয়ে থাকা গরু ভর্তি নসিমন উল্টে ৫টি গরুসহ নসিমনের চালক ঘটনাস্থলে নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন নসিমনের অপর ২ গরু ব্যবসায়ী। শুক্রবার (৫ আগস্ট) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের ফকিরহাট উপজেলার ব্র্যাক অফিস সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ফজর আলী বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার বারাসিয়া গ্রামের নিজাম উদ্দিন শেখের ছেলে। আহতরা হলেন- শাহদত সরদার (৩০) একই উপজেলার আড়ুয়াজুরী গ্রামের আ. হক সরদারের ছেলে ও আব্দুল হক সরদার (৬০) একই গ্রামের মালেক সরদারের ছেলে। মোল্লাহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের ভাই মো. শিফুল শেখ জানান, তার ভাইসহ অপর দুই গরু ব্যবসায়ী নসিমনে করে পার্শ্ববর্তী চিতলমারী উপজেলা থেকে ফকিরহাটের সব থেকে বড় গরুর হাট বেতাগা গরুর হাটে বিক্রির উদ্দেশ্যে ৫টি গরু নিয়ে যাচ্ছিলেন। শুক্রবার সকাল আনুমানিক সাড়ে সাতটার দিকে ফকিরহাটের ব্র্যাক অফিস সংলগ্ন মহাসড়কে গরুগুলোকে পানি খাওয়ানোর জন্যে নসিমন থামালে পিছন দিক থেকে আসা একটি দ্রুতগামী কাভার্ডভ্যান নসিমনটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার ভাই নসিমন চালক ফজর আলী মারা যান এবং অপর দুইজন গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তাদের ৫টি গরু মারা গেছে যার আনুমানিক মূল্য ৬ লাখ টাকা।
ফকিরহাট উপজেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মুস্তাফিজুর রহমান জানান, দুর্ঘটনার শিকার ৩ জনের একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। অপর দুজনের মাথা ও বুকে মারাত্মক আঘাত থাকায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাদের অবস্থাও সঙ্কটাপন্ন।
বিডি প্রতিদিন/আবু জাফর