নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৃথক স্থান থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মোগরাপাড়া ইউনিয়নের সাদিপুর এলাকায় খালের পাশে থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, উদ্ধারকৃত ব্যক্তি পাগল বলে এলাকাবাসী শনাক্ত করেছেন। পরে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
এদিকে একই দিন বিকালে বৈদ্যেরবাজার ইউনিয়নের ফুলদি গ্রামে বালুর মাঠে গাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের লাশের গায়ে একটি গোল গলা সাদা টি-শার্ট ও জিন্সের প্যান্ট পরিহিত ছিল। পুলিশের ধারণা, রাতের বেলা দুর্বৃত্তরা যুবকটিকে হাত বেঁধে হত্যা করে বাগানের ভেতর নির্জন স্থানে গাছের সাথে ঝুলিয়ে রেখেছে।
সোনারগাঁ থানার ওসি হাফিজুর রহমান জানান, সকাল বেলা ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে এক পাগলের লাশ ও বৈদ্যেরবাজার এলাকায় ২৫ বছর বয়সের অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। অজ্ঞাত যুবকের লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/কালাম