বরিশালের গৌরনদীতে একটি পারিবারিক কবরস্থানের ৭টি কবর থেকে কঙ্কাল চুরির অভিযোগ উঠেছে। পুরনো ৭টি কবর খুড়ে গত বৃহস্পতিবার রাতে কঙ্কালগুলো চুরি হয় বলে অভিযোগ স্থানীয়দের। গত শুক্রবার দিবাগত রাতে কঙ্কাল চুরির খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে আতংক সৃষ্টি হয়। কবরগুলো দেখতে ভীড় করছে গ্রামের মানুষ। খবর পেয়ে শনিবার সকালে গৌরনদী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ওই উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল গ্রামের মাঝি বাড়ির নির্জন পারিবারিক কবরস্থান থেকে এই কঙ্কাল চুরির ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য মনু মোল্লা জানান, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা মাঝি বাড়ির পারিবারিক কবরস্থান থেকে বৃহস্পতিবার রাতে ৭ জনের কঙ্কাল চুরি করেছে। এরমধ্যে ৪ বছর আগে মারা যাওয়া মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মাঝি, ৮ বছর আগে মারা যাওয়া মুন্নী বেগম, ৭ বছর আগে মারা যাওয়া মতু মাঝি, ৬ বছর পূর্বে মারা যাওয়া মিরাজ মাঝি, ৩ বছর পূর্বে মারা যাওয়া লকু মাঝি এবং ৪মাস পূর্বে মারা যাওয়া রাশিদা বেগমের কবর রয়েছে। বিষয়টি শুক্রবার রাতে জানাজানি হয়। এতে স্থানীয়দের মাঝে আতংক সৃষ্টি হয়েছে।
গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন জানান, বৃহস্পতিবার দিবাগত রাতের যেকোন সময় মাঝি বাড়ির পারিবারিক নির্জন কবরস্থান থেকে সাতজনের কঙ্কাল চুরি হয়েছে। এরমধ্যে পাঁচজন পুরুষ ও দুইজন নারীর কঙ্কাল রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন ওসি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন