হঠাৎ করে জ্বালানি তেলের দাম বৃদ্ধির খবরে পিরোজপুরের পেট্রোল পাম্পে ভিড় করে শত শত মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহনও।
শুক্রবার রাত ১১টার পর থেকে পেট্রোল পাম্পগুলোতে মোটরসাইকেল, অ্যাম্বুলেন্স, ট্রাক, বাস-সহ বিভিন্ন যানবাহন নিয়ে জ্বালানি তেল নিতে আসে লোকজন।
পিরোজপুর শহরে দুটি পেট্রোল পাম্প থাকলেও একটি যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ ছিল। ফলে একটি পাম্পে ভিড় করে সকল যানবাহন। এর মধ্যে মোটরসাইকেলের ভিড় ছিল বেশি। রাত বাড়তে থাকার সাথে সাথে ভিড়ও বাড়তে থাকে। এক পর্যায়ে শুরু হয় হট্টোগোল। খবর পেয়ে পেট্রোল পাম্পে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।
রাত ১২টার সাথে সাথে পেট্রোল, অকটেন ডিজেলের দাম বাড়ানো হয়। কয়েক ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও অনেকে তেল না নিয়ে ফিরে যান।
এ ব্যাপারে পেট্রোল পাম্প মালিক ও জেলা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বলা হয়েছে, সরকার নির্ধারিত নতুন মূল্যেই বিক্রি হচ্ছে জ্বালানি তেল। সরকারি নির্দেশনা পেলে আবার পূর্বের মূল্যে জ্বালানি তেল বিক্রি করা হবে।
বিডি প্রতিদিন/কালাম