ময়মনসিংহের ফুলপুরে সড়ক দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে গেছে শেরপুরের নালিতাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি অ্যাম্বুলেন্স।
আজ শনিবার (৬ আগস্ট) ভোর ৫টার দিকে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কে ফুলপুর উপজেলার মোকামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে এতে কেউ গুরুতর আহত হননি।
জানা যায়, চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খেয়ে পুকুরে পড়ে যায়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে মুচড়ে যায়। নালিতাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তা ডা. তৌহিদ আহমেদ বাংলাদেশ প্রতিদিনকে জানান, ময়মনসিংহ থেকে খালি অ্যাম্বুলেন্স নিয়ে চালক সেলিম নালিতাবাড়ি হাসপাতালে আসছিল। পরে পথে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে এবং এতে সে হালকা আহত হয়েছে।
জায়গাটি পিচ্ছিল থাকার কারণে দুইদিন আগে ওখানে সোনার বাংলা পরিবহণের একটি বাস দুর্ঘটনার শিকার হওয়াসহ বিভিন্ন সময়ে ছোট বড় প্রায় ২০টি দুর্ঘটনা ঘটেছে। এ বিষয়ে জানতে চাইলে ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, আমি ছুটিতে আছি তবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল