পানিসম্পদ উপমন্ত্রী একে এম এনামুল হক শামীম এমপি বলেছেন, বিএনপির জন্মই ষড়যন্ত্রের মাধ্যমে ভোটের মাধ্যমে নয়। বিএনপির কোন জনপ্রিয়তা নেই, তাই বিএনপি সবসময় ভোটে পরাজিত হয়, আন্দোলনেও ব্যার্থ হয়।
তিনি আজ সকালে শরীয়তপুরের নড়িয়া উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে স্থানীয় মাতৃছায়া ভবনের সম্মেলন কক্ষে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উদযাপনের লক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
নড়িয়া উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ নাসির সরদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে নড়িয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ফজলুল হক মাল, সাধারণ সম্পাদক মোঃ হাসানুজ্জামান খোকন, নড়িয়া পৌরসভার মেয়র এ্যাডভোকেট আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগ যুবলীগের সভাপতি মোঃ জাহাঙ্গির হোসেনসহ স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ