৮ আগস্ট, ২০২২ ১১:৩৪

ফরিদপুরে নানা আয়োজনে বঙ্গমাতার জন্মবার্ষিকী উদযাপন

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে নানা আয়োজনে বঙ্গমাতার জন্মবার্ষিকী উদযাপন

ফরিদপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে উদযাপন করা হচ্ছে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবাষিকী। দিনটি উপলক্ষে সকাল ৮টায় স্থানীয় অম্বিকা ময়দানে বঙ্গমাতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার আলিমুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক সামছুল হক ভোলা মাস্টার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, পৌরসভার মেয়র অমিতাভ বোস। 

পরে একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় মুক্তিযোদ্ধা সংসদ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ, সরকারী রাজেন্দ্র কলেজ, সারদা সুন্দরী মহিলা কলেজ, সরকারী ইয়াসিন কলেজ, আবাহণী ক্রীড়া চক্রসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন। বেলা ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুপুরে বিভিন্ন স্থানে দরিদ্রদের মাঝে খাবার বিতরন করবে জেলা আওয়ামী লীগ ও যুবলীগ। এছাড়া শহরের প্রতিটি মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।  এছাড়া নগরকান্দা ও সালথা উপজেলায় বিভিন্ন কর্মসূচি পালন করে উপজেলা আওয়ামী লীগ। এছাড়া নগরকান্দা ও সালথা উপজেলার বিভিন্ন স্থানে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন শাহদাব আকবর লাবু চৌধুরী।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর