৮ আগস্ট, ২০২২ ১৬:১৪

সিরাজগঞ্জে ব্যবসায়ীর জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে ব্যবসায়ীর জরিমানা

সিরাজগঞ্জের রায়গঞ্জে পঁচা মেয়াদোত্তীর্ণ দই দিয়ে ঘোল তৈরি করায় এভারগ্রীন দই ও মিষ্টিঘরের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার দুপুরে উপজেলার সলঙ্গা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনির নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

মাহমুদ হাসান রনি জানান, আজ দুপুরে অভিযান চালিয়ে পঁচা ও মেয়াদোত্তীর্ণ দই দিয়ে ঘোল তৈরি করায় এভারগ্রীন দইঘরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও বিভিন্ন অভিযোগে আরো ৫ প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর