১৩ আগস্ট, ২০২২ ১৬:০৮

বগুড়ায় সার ব্যবসায়ীদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় সার ব্যবসায়ীদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়

বগুড়া জেলায় চলতি আগস্ট মাসে ৯ হাজার ৩৫৫ টন ইউরিয়া সারের চাহিদার বিপরীতে মজুদ রয়েছে ১০ হাজার ২০৮ টন। সারের কোন অভাব নেই। কৃষক পর্যায়ে ভালোভাবে সার পৌঁছানোর দায়িত্ব ডিলারদের। কোথাও যেন অনিয়ম না হয়। নিজ এলাকার বাইরে কোনো ডিলার সার বিক্রি করতে পারবেন না।

শনিবার বেলা সাড়ে ১২টায় বগুড়া সার্কিট হাউস মিলনায়তনে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন বগুড়া জেলা ইউনিটের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বগুড়া জেলা প্রশাসক মো. জিয়াউল হক এ কথা বলেন। 

এসময় তিনি আরো বলেন, অতীতে সারের পিছনে মানুষ ছুটতো আর এখন সারের অভাব নেই। আপনাদের কোনো সমস্যা থাকলে আমাকে জানাবেন আমি দ্রুত সমাধান করবো। কিন্তু সার নিয়ে কোনো অনিয়ম  মেনে নেওয়া হবে না। তৃণমূল পর্যায়ে কৃষকদের মাঝে সার পৌঁছে দিতে তিনি ডিলারদের নির্দেশ প্রদান করেন।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুম আলী বেগের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক দুলাল হোসেন, অতিরিক্ত উপ পরিচালক এনামুল হক, বাংলাদেশ ফার্টিলাইজার এ্যাসোসিয়েশন বগুড়া জেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ, বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর কুমার পাল, শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ ইকবাল, গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা রওনক জাহান, শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়নুল ইসলাম, কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা, আদমদিঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রবণী রায়, ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত, সারিয়াকান্দি নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সোনাতলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, নন্দীগ্রাম নির্বাহী কর্মকর্তা সিফা নুসরাত, দুপচাঁচিয়া নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদী। এসময় তিন শতাধিক সার ডিলার উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর