বগুড়ার আদমদীঘিতে পুকুরের পাড়ে খেলার সময় পানিতে ডুবে আতিকুল রহমান (২) নামে দুই এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু আতিকুল ওই গ্রামের রতন হোসেনের ছেলে। সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলার সান্তাহার ইউনিয়নের দমদমা গ্রামে ঘটনাটি ঘটে।
জানা যায়, শিশুটি সোমবার সকাল সাড়ে ৯টার দিকে খেলার জন্য বাড়ি থেকে বেরিয়ে প্রতিবেশীর পুকুরপাড়ে আসে। সেখানে খেলার সময় পুকুরে পড়ে যায়। এক নারী পথচারী শিশুটিকে ভাসতে দেখে শিশুটির মাকে খবর দেয়। তার মা পানিতে লাফিয়ে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন।
আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এসআই) আবু হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত করে জানা গেছে শিশুটি খেলার সময় পানিতে পরে মারা গেছে। একারনে লাশটি বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম